Tahamid 2 Comments

আলাদা Excel Sheet একই সাথে Side by side কিভাবে দেখবেন?

How to view different excel sheet of a same excel file side by side at the same time? একই Excel ফাইলের দুইটা আলাদা Sheet এর Data Compare করার জন্য দুইটা Sheet কে side by side একই সাথে দেখবার প্রয়োজন হয় অনেক সময়। কিভাবে সেটা করা যায়? এই কাজটা জানা না থাকলে হয়ত বার বার মাউস ক্লিক করে কাজটা করা লাগে। একটা সিট থেকে একটা ডাটা দেখে নিয়ে সেটা মনে রাখতে হয়। তারপর আরেকটা সিটে গিয়ে আবার সেই ডাটা টাকে Compare করতে হয়। মাথায় খামোখা এত চাপ কেন নিবেন। তার থেকে আসুন শিখে নিই যে কিভাবে at a same time দুইটা Excel sheet Side by side দেখা যায়।

View two worksheets of same workbooks side by side
view two worksheets of same workbooks side by side

How to view two worksheets of same workbooks side by side?


  • প্রথমে View Tab টিতে ক্লিক করুন।
  • তারপর New Windows অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একই ফাইলের দুইটা Window খুলবে।
New windows option in excel
New windows option in excel
  • তাহলে দেখবেন যে View Side by side এই Option টা একটিভ হয়েছে। আগে যেটা ইনএকটিভ ছিল। এখন এই View Side by side অপশনটাতে ক্লিক করুন।

ব্যাস্ । হয়ে গেছে। এখন মাউস দিয়ে স্ক্রল করুন এবং at a same time View Side by side sheet দুইটা দেখুন এবং আপনার data analysis করুন।

side by side view excel sheet
side by side view excel sheet

Turn off synchronous scrolling excel

তবে এক্ষেত্রে মাউস স্ক্রল করলে, দুইটা Sheet ই একই সাথে স্ক্রল করবে। আপনি যদি একটা Sheet কে Stop রেখে শুধুমাত্র অন্য আর একটা Sheet কে Move/scroll করাতে চান তাহলে উপরে “Synchronous Scrolling” অপশনটাতে চাপ দিতে একটা সিট এর Scrolling Stop or inactive করতে হবে।

Turn off synchronous scrolling excel
Turn off synchronous scrolling excel


আপনি আরো জানতে পারেনঃ


[su_box title=”To get more update visit my Fb page”]If you found this post useful then, please like, Comment & Share with your friends. To get regular free update tips please like my Facebook Page. [/su_box]

2 Comments

  1. […] ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে অনেক সময়ই দুইটা worksheets পাশাপাশি রেখে কাজ করার দরকার পড়ে Comparing এর জন্য। এই টিপসটা খুবই গুরুত্বপূণ। সেজন্য সম্পূর্ণ বিষয়ের একটা আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে এই সাইটে। সেটা দেখতে এখানে ক্লিক করুন। […]

  2. Md.Mizanur Rahman

    February 21, 2020

    Excellent.

Leave a Comment