Tahamid 0 Comments

Excel ব্যাবহার করে Dependent Drop-Down List কিভাবে বানাতে হয়? (Video)

Drop-down lists MS Excel ব্যবহারকরীদের কাছে অনেক পরিচিত ও বহুল ব্যবহৃত একটি বিষয়। তবে অনেকেই হয়ত শুধমাত্র Excel এর সাধারণ ড্রপ ডাউন লিষ্ট বানাতে পারলেও Dependent Drop-Down List হয়ত বানাতে পারেন না।

আর সেজন্যই আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে Dependent ড্রপ ডাউন লিষ্ট বানাবেন। এটি এমন একটা লিষ্ট যেটা অন্য একটা লিষ্ট/ Item এর উপর নির্ভর করে কাজ করে. প্রথম (Independent) লিষ্ট/ Item চেঞ্জ হলে সেটিও চেঞ্জ হয়।

এই ভিডিও টিতে আমি উদাহারণসরূপ আমাদের বাংলাদেশের চারটি বিভাগকে Independent লিষ্ট (মানে সাধারণ ড্রপ ডাউন লিষ্ট) ও তার অধিনে থাকা জেলা গুলোকে Dependent Drop-Down List হিসাবে ব্যবহার করেছি।

যেখানে দেখানো হয়েছে, যখনই আপনি প্রথম বিভাগের (Independent) ড্রপ ডাউন লিষ্ট থেকে যেকোন বিভাগ সিলেক্ট করবেন তখন নিচের বা পরবর্তী Dependent Drop-Down List টিতে শুধমাত্র নির্বাচিত বিভাগের যে সকল জেলা আছে সেগুলোই দেখাবে।

যেমন মনে করুন যখন খুলনা বিভাগ সিলেক্ট করবেন তখন শুধমাত্র খুলনা বিভাগে যে সকল জেলা আশে শুধুমাত্র সেগুলোই নিচের Drop-Down List এ আসবে। অন্যকোন বিভাগের জেলা সেখানে আসবে না। আবার চিটাগাং সিলেক্ট করলে একই ভাবে শুধুমাত্র চিটাগাং এর জেলা গুলোই পরের Drop-Down List এ দেখাবে। তখন আবার খুলনা বিভাগের জেলা গুলো আসবে না।

এর জন্যই এই ধরণের লিষ্ট কে Dependentড্রপ ডাউন লিষ্ট বলা হয়। কারণ প্রথম (Independent) লিষ্ট বা একটা কিছুর উপর নির্ভর অন্য লিষ্টটি কাজ করে বা তথ্য পদর্শন করে।

[su_note note_color=”#fbc534″ text_color=”#1c1e17″]নোটঃ Excel Tricks টিতে Data Validation ব্যবহার করা হয়েছে। এই Excel Tips টি ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন Data Analysis জন্য কাজে লাগতে পারেন।[/su_note]

[su_divider top=”no” style=”double”]

এরকম আরো Bangla Excel Tips & Tricks নিয়মিত পেতে ভিজিট করুনঃ

Facebook Page

Facebook Group

Youtube


[email-subscribers-form id=”1″]

[su_divider top=”no” style=”double”]

নিচের এই টিপস্ গুলোও আপনার ভালো লাগতে পারেঃ

[su_divider top=”no” style=”double”]

Leave a Comment