আমি তাহামিদ। পেশায় একজন চাকরিজীবী। বর্তমানে বাংলাদেশের একটি Private Group of Company -র মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত আছি। আর প্রফেশনাল লাইফের কথা বলেতে গেলে, ছোট-বড়, ন্যশনাল – মাল্টিন্যাশনাল বেশ কিছু কোম্পানীতে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১১ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা ও সুযোগ হয়েছে।