Tahamid
0 Comments
Duplicate value কিভাবে Find out করবেন?
Duplicate value বড় ডাটাবেজ থেকে ম্যানুয়ালী একটা একটা করে খুজে বের করা যেমন অনেক বিরক্তিকর এবং তেমনি অনেক ভুলেরও সম্ভবনা থাকে এটাতে। সেক্ষেত্রে MS Excel এর মাধ্যমে মাত্র কয়েকে সেকেন্ডে একদম নির্ভূলভাবে এটা করা সম্ভব।

[su_heading size=”20″ align=”left”] Highlight Duplicate value in Excel [/su_heading]
কাজটি খুবই সহজ। শুধুমাত্র একটু খেয়াল করে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- আপনার নির্ধারিত ডাটাগুলোকে সিলেক্ট করুন।
- Home tab এ থাকা অবস্থায় Conditional Formatting option এ ক্লিক করুন।
- Highlight Cell Rules এই অপশনে যান (চিত্রের মত)। এবং এখান থেকে ‘Duplicate Values’ অপশনটাতে ক্লিক করুন।
- এইতো হয়ে গেল। আপনার ডাটার মধ্যে যেসকল ডাটা ডুবলিকেট ছিল, মানে একই Value দুই বা ততোধিকবার ছিল সেগুলো Marked হয়ে গেল।
পোষ্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।