এক সেকেন্ডেরও কম সময়ে কিভাবে Excel – এ Time ও Date এন্ট্রি দিবেন?

অনেক সময় কিছু বিশেষ কাজের জন্য হয়ত আপনাকে Excel এ  বার বার  Time ও Date এন্ট্রি দিতে হয়। সেক্ষেত্রে Manually বার বার Time ও Date লেখা/Type করার জন্য আপনাকে একদিকে যেমন বেশ সময় অপচয় করতে হয়, অন্যদিকে বিষয়টি বেশ বিরক্তিকর ও ঝামেলারও বটে। তাই, আপনার যদি জানা থাকে যে কিভাবে Keyboard Shortcut এর মাধ্যমে Excel – এ খুব সহজেই Time ও Date লেখা যায়, তবে কাজটি যেমন আপনার জন্য সহজ হবে তেমনি আপনার কাজেও আসবে দ্রুততা। চলুন আর কথা না বাড়িয়ে টিপস্ টি শিখে নেওয়া যাকঃ

* তারিখ/ Date কিভাবে লিখবেন বা বসাবেনঃ

আপনার Excel Sheet এর যে ঘরে তারিখ/ Date টি লিখতে বা বসাতে চান সেই ঘরটি Select করে Keyboard থেকে Control + : চাপুন।(control key চেপে ধরে রেখে একই সাথে Colon Key টি চাপতে হবে)। তাহলে দেখবেন Automatically সাথে সাথেই আপনার কম্পিউটারের সিষ্টেম থেকে বর্তমান তারিখ/ Date টি আপনার Excel Sheet এর কঙ্খিত ঘরে লেখা হয়ে গেছে।

* সময়/ Time কিভাবে লিখবেন বা  বসাবেনঃ

আপনার Excel Sheet এর যে ঘরে সময়/ Time টি লিখতে বা বসাতে চান সেই ঘরটি Select করে Keyboard থেকে Control + ‍Shift +: চাপুন।(control ও ‍Shift key দুইটি একই সাথে চেপে ধরে রেখে Colon Key টি চাপতে হবে)। তাহলে দেখবেন Automatically সাথে সাথেই আপনার কম্পিউটারের সিষ্টেম থেকে বর্তমান সময়/ Time টি আপনার Excel Sheet এর কঙ্খিত ঘরে লেখা হয়ে গেছে।

এতক্ষন মন দিয়ে সম্পূর্ন লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি উপরের টিপস/ টিউটোরিয়ালটি বুঝতে কোন সমস্যা হয়নি।যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার লেখাটি ভালো লেগে থাকে তবে, আপনার বন্ধুদের সাথে (ফেসবুক/টুইটার) শেয়ার করে তাদেরও শেখার সুযোগ করে দিন।

ধন্যবাদ 
তাহামিদুর রহমান ফাহাদ
এডমিন @ Excel-Bangla

Leave a Comment