কিভাবে Unwanted সকল Blank Cell একসাথে Delete করবেন?
কিছু কিছু সময় এমন কিছু Raw Excel File/ Data নিয়ে কাজ করতে হয়, যেখানে অনেক Blank Cell/ Row থাকে। কাজের প্রয়োজনে সেই Blank Cell/ Row গুলোকে Delete করার দরকার পড়ে। তবে অনেক বড় Data Sheet এর সকল Blank Cell/ Row একটা একটা করে Delete করাটা অনেক ঝামেলার ও সময় সাপেক্ষ একটা কাজ। সেক্ষেত্রে আসুন শিখে নিই এই ঝামেলার কাজটিকে মাত্র এক মিনিটের কম সময়কে কিভাবে সম্পন্ন করা যায়।
How to Delete all unwanted Blank Cell in Excel at Once
১। প্রথমে সকল ডাটাটি সিলেক্ট করুন।
২। ডাটা সিলেক্ট করার পর আপনার কি-বোর্ডের F5 চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে নিচের চিত্রে লাল কালি দারা নিহ্নিত “Special…” এই অপশনে ক্লিক করুন।
৩। উপরের ধাপটি সম্পন্ন করলে নিচের চিত্রে দেখানো এরকম একটা ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে ছবিতে দেখানো অপশনটি (Blank) সিলেক্ট করে “OK” চাপুন।
৪। এরপর দেখুন আপনার Excel Data Sheet এর যে সকল Cell এবং Row গুলো Blank ছিল, সেগুলো সব Automatically Select হয়ে গেছে। এখন নিচের চিত্রে দেখানো ” Delete” অপশনে ক্লিক করে “Delete Cell” অপশনটাতে ক্লিক করুন।
৫। আগের ধাপটি ঠিকমত সম্পন্ন করার পর আপনি নিচের চিত্রে দেখানো এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। সেখানে লাল কালি দিয়ে দেখানো অপশনটা (Shift Cell up) সিলেক্ট করে “OK” চাপ দিন।
৬। ব্যস এতটুকুই। সাথে সাথে দেখবেন যে আপনার ডাটা শীটের সকল Blank Cell &Row গায়েব হয়ে গেছে।
টিউটরিয়ালটি ভাল লাগলে বা কোন যায়গাতে বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজে শিখুন এবং পোষ্টটি শেয়ার করে অন্যকে শিখতে সহযোগীতা করুন।