Numerical Data which starting with “Zero” Input easily in Excel

Numerical Data which starting with “Zero” Input easily in Excel

অনেক সময় কাজের প্রয়োজনে এক্সেলে এমন কিছু Numerical Data এন্ট্রি করেত হয় যেগুলোতে প্রায় সবগুলোর আগেই “Zero” (শূন্য) দিয়ে শুরু । যেমন ধরুন আপনি অনেকগুলো মোবাইল নম্বরের একটি ডাটাশীট বানাবেন। তখন সব মোবাইল নম্বরের আগে তো আপনাকে “Zero” দিয়েই শুরু করতে হবে (যেমন: 01977341097) । কিন্তু এক্সেলে যদি এমনিতেই আপনি Zero দিয়ে শুরু করে মোবাইল নং লিখে এন্ট্রি দেন তাহলে দেখবেন যে, শূণ্য ছড়াই পরবর্তী বাকি সংখ্যা গুলোই এন্টি হয়েছে (1977341097), শূণ্য একা একাই গায়েব ।   তাই কাজটি খুব সহজেই কিভাবে করবেন আসুন জেনে নিই  –

How to Input Numerical DATA

১। প্রথমে আপনার এক্সেল শীটের যে কলাম/ রো গুলোতে আপনি সংখ্যাগুলো (মোবাইল নং গুলো) লিখতে চান,  সেই কলাম বা রো গুলো সিলেক্ট করুন।
২। তারপর নিচের চিত্রের মত “Text” অপশনটা সিলেক্ট করে দিন।
 
How to Input Numerical Numbers
ব্যস এতটুকুই। এবার উক্ত কলাম বা রো –  গুলোতে আপনি আপনার শূণ্য দিয়ে শুরু করা যেকোন সংখ্যা (মোবাইল নং গুলো) লিখুন দেখবেন যে আর শূণ্যটি গায়েব হচ্ছে না।
 
Numerical Data stating with zero
** আর একটা চুরামী উপায় আছে, সেটা হলো – সংখ্যাটি শুরু করার আগে একটা ( ‘ ) এপস্টপি দিয়ে তারপর শুরু করা। তাহলেও আপনার শূণ্য একা এক গায়েব হবে না।
 

এতক্ষন মন দিয়ে সম্পূর্ন লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি উপরের টিপস/ টিউটোরিয়ালটি বুঝতে কোন সমস্যা হয়নি।যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তবে, আপনার বন্ধুদের সাথে (ফেসবুক/টুইটার) শেয়ার করে তাদের কেউ শেখার সুযোগ করে দিন।

 

বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখতে পারেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top