Tahamid
0 Comments
Negative Numbers / Minus Figure গুলোকে কিভাবে আলাদা সনাক্ত করবেন?
যারা সবসময় অনেক অনেক Numerical Data নিয়ে Excel -এ কাজ করে থাকেন, তাদের জন্য বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কেননা Numerical Data নিয়ে কাজ করবার সময় অনেক ডাটার মাঝে Negative Numbers / Minus Figure গুলোকে আলাদা ভাবে চিন্তিত করাটা বেশ জরুরি হয়ে পড়ে অনেক সময়। তাই আসুন আজ আমরা শিখে নিই যে, কিভাবে আমরা খুব সহজেই Excel -এ Negative Numbers / Minus Figure গুলোকে আলাদা ভাবে চিন্তিত করতে পারি।
How to identify Negative Numbers / Minus Figure in Excel
এই কাজটি করার জন্য Excel -এ বেশ কয়েটি উপায় আছে। তবে সবচেয়ে সহজ আর দ্রুততম নিয়মটি দেখানো হলঃ
১। প্রথমে আপনার ডাটাশিট টি ব্লক করে Home ট্যাবে থাকা অবস্থায় Number Format group এর নিচের ডান কোনায় (চিত্রে দেখানো) যে ছোট্ট Arrow এর মত চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন। (অথবা Control + 1 ও চাপতে পারেন)
২। প্রথম ধাপটি ঠিক মত করলে নিচের চিত্রে দেখানো এমন একটা ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে বাম পাশে Number এবং ডান পাশ থেকে লাল রঙে মার্ক করা Negative numbers সিলেক্ট করে Ok চাপুন।
শেষ ! এখনে দেখুন আপনার ডাটা শিটের যতগুলো নেগেটিভ নাম্বার ছিল সব গুলো লাল রঙের হয়ে গেছে।
এতক্ষন মন দিয়ে সম্পূর্ন লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি উপরের টিপস/ টিউটোরিয়ালটি বুঝতে কোন সমস্যা হয়নি।যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তবে, আপনার বন্ধুদের সাথে (ফেসবুক/টুইটার) শেয়ার করে তাদের কেউ শেখার সুযোগ করে দিন।