How to Insert a Check Mark (Tick ✓) Symbol in Excel
Check Mark (Tick ✓) Symbol কাজের প্রয়োজনে অনেক সময় দরকার পড়ে। আসুন সহজ সহজ কিছু পদ্ধতি জেনে নিই যে, কিভাবে কাজটি করতে হবেঃ-

Keyboard Shortcuts এর মাধ্যমে Check Mark
Keyboard Shortcuts এর মাধ্যমে খুব সহজেই Check Mark (Tick ✓) দেওয়া যায়। তার জন্য শুধুমাত্র আপনার ফন্টটি চেঞ্জ করে Wingdings 2 করুন। তারপর নিচের চিত্রের মত Keyboard Shortcuts গুলো ব্যবহার করে টিক মার্ক দিন আপনার প্রয়োজন মত।

একই ভাবে Wingdings ফন্ট ব্যবহার করে নিম্নোক্ত Keyboard Shortcuts এর মাধ্যমে আরো কিছু ধরণের চেক বা টিক চিহ্ন দেওয়া যায়।
Symbols Dialog Box এর মাধ্যমে
Symbols Dialog box এর মাধ্যমেও নিম্নোক্ত পদ্ধিতি অনুযায়ী টিক মার্ক/ চেক মার্ক দেওয়া যায়।
১। চেক মার্ক symbol টা যে cell এ দিতে চান সেই cell টা নির্বাচন করে রেখে Insert tab মেনুতে ক্লিক করুন।

২। Symbol icon এ ক্লিক করুন।

৩। এখন যে ডায়ালগ বক্স টা আসবে সেখানে “ Segoe UI Symbol ” ফন্টটা নির্বাচন করুন।

৪। Scroll করে নিচে এসে টিক চিহ্নটি নির্বাচন করুন এবং Insert এ ক্লিক করুন।

CHAR Formula এর মাধ্যমে Check Mark
CHAR function এর মাধ্যমেও চেক বা ক্রস চিহ্ন আনা যায় এক্সেল শীটে।

CHAR Formula কেন বা কখন দরকারঃ
মনে করুন আপনি আপনার সেলস্ এক্সিকিউটিভদের ডাটা নিয়ে কাজ করছেন। এবং এখানে দেখাতে চাচ্ছেন যে, যারা 5000 ইউনিট এর নিচে সেলস করেছে তাদের নামের পাশে কাটা চিহ্ন এবং যারা 5000 ইউনিট এর বেশি সেল করেছেন তাদের নামের পাশে টিক চিহ্ন থাকবে। এক্ষেত্রে একটা একটা করে symbol insert করাটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং বিরক্তিকর আর ঝামেলারও বটে। সেক্ষেত্রে If formula এর সাথে CHAR Formula ব্যবহার করে কাজটি মাত্র কয়েক সেকেন্ডেই করা সম্ভব।

তবে এক্ষেত্রে symbol এর কলামটা অবশ্যই Wingdings ফন্টে কনভার্ট করে নিতে হবে।