Depreciation Calculate করুন মাত্র ১০ সেকেন্ডে
Asset Depreciation calculation বিষয়টি হয়ত সবার কাছে পরিচিত নয়। তবে যারা Accounts & Finance Department – এর Student /Job Holder, তাদের কাছে বিষয়টি অতি পরিচিত। পোষ্টটি মূলত তাদের উদ্দেশ্যে।
[su_heading]How to Calculate Asset Depreciation in Excel[/su_heading]
ধরুন অফিসে আপনার বস আপনাকে খুব অল্প সময়ের মধ্যে কোন একটা Asset এর Straight-line Method এ নিচের তথ্য অনুযায়ী Depreciation calculate করে আনতে বল্ল।
Cost | $ 400,000 |
Salvage | $ 75,000 |
Life | 30 |
Period | 1 |
আপনি নিশ্চয় সেটা পারবেন। হয়ত খাতা কলম আর ক্যালকুলেটর ব্যবহার করবেন। অথবা Excel দিয়েই Manually করবেন। তাতে আপনার অনেক সময় লাগবে। আর যদি MS Excel এর সহজ একটি Function জানা থাকে, তাহলে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড।
General Note:
|
কিভবে করবেন সেটা?
- প্রথমে উপরের দেওয়া Data গুলো Excel Sheet এ লিখুন। তারপর নিচের চিত্রে দেখানো Function টি ব্যবহার করুন।
* Depreciation Function: =SYD (cost, salvage, life, period)
- এখানে Cost = c3, Salvage = c4, Life = c5, Period = c6
- Function টি ঠিক মত লিখে Enter চাপলেই আপনার Result চলে আসবে।
- আপনি চাইলে পরবর্তীতে “Period, Salvage, Cost” এর ঘরে ইচ্ছা মত Value Change করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রেজাল্টটি অটমেটিক ভবে Change হবে।
এই ভাবে খুব সহজেই আপনি MS Excel এর Function ব্যবহার করে মাত্র ১০ সেকেন্ডেই Asset Depreciation Calculate করতে পারেন। যদিও Asset ডিপ্র্রেসিয়েশন Calculate করার আরো বেশ কয়েকটি Method আছে এবং সেগুলোরও Function আছে। সময় পেলে অন্য কোন পোষ্টে বিস্তারিত আলোচনা করবো। আশা করি সাথেই থাকবেন।
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ দিন। কোথাও বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।
চাকরির বাজারে MS Excel এর গুরুত্ব ।। BD Job Market VS Excel Skill ।।
[…] কাজে Effective & Efficient. আর অবশ্যই তাহলে আপনি Time Management করতে পারেন। অতএব আপনি আপনার কাজে […]
MD. MAHMUDUL HASAN
Really nice arrangement for us. It would be good if you accept me your family.
Nice one.